সারাদেশ
সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুতের ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল রেল যোগাযোগ চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, বেলা পৌনে ১১ টার দিকে ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে উদ্ধার কাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। ফলে সাড়ে চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
তিনি আরও জানান, সোমবার ভোর ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ৬টা ৩৬ মিনিটে সরদহের কাছে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ‘সোমবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে পড়ে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর তিন থেকে চার ঘণ্টা বিলম্বে সব ট্রেন চলাচল করে।
৫ ঘণ্টা আগে
বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে রাজশাহী সরদহ স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশন এলাকায় এসে লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।
আরও পড়ুন: ঢাকার আজমপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
তিনি আরও বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে।
সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না বলেও জানান মামুনুল ইসলাম।
৯ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় বিদ্যালয়ের কমিটি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৮
কুষ্টিয়ার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে কয়েক দিন ধরে ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপির রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হন। এদের মধ্যে ১২ জনকে জেনারেল হাসপাতাল ও ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, সভাপতি হিসেবে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে জামায়াতের আমিরের নাম দেওয়া হয়েছিল। অথচ তার নাম প্রত্যাহার করে নিতে বিএনপির নেতা নাসির হুমকি দিচ্ছিলেন। এরই প্রতিবাদ করে সমাবেশ করার সময় বিএনপির নেতা-কর্মীরা হামলা করেন। হামলায় তাদের অনেকে আহত হন।
আরও পড়ুন: আনন্দ মোহন কলেজে বৈষম্যবিরোধীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০
মিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব রহমত আলী রব্বান বলেন, নাসির এক সময় ছাত্রদলের নেতা ছিলেন। এখন তিনি বিএনপির কর্মী। ঘটনাটি যেহেতু স্থানীয় দুপক্ষের, তাই এটা নিয়ে কিছু বলতে চাই না।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি গোপনে রংপুরে চিকিৎসাধীন বলে জানা গেছে।
আহত শহিদুল ইসলাম (৪০) ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারীদের চার থেকে পাঁচজনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়।
এ সময় ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় শহিদুল গরু নিয়ে ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে তার পায়ে গুলি লাগে। পরে সঙ্গীরা তাকে রাতেই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সেখানে গোপনে চিকিৎসাধীন রয়েছেন।
কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আহত গরু ব্যবসায়ী (ডাঙ্গোয়াল) ছিলেন। এ ঘটনায় রবিবার (১৩ জানুয়ারি) সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।’
১০ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় মাংসের দাম চাওয়ায় যুবক খুন
কুষ্টিয়ায় মাংস বিক্রির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আলা-আমিন সর্দার নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আলা-আমিন সর্দার একই এলাকার রবিউল সর্দারের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল মাংসের ব্যাবসা করতেন। আসাদুলের কাছে মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিলো রবিউলের। ওই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে আসাদুল ও তার দুই ছেলে রবিউলের ওপর হামলা চালায়।
এ সময় আল-আমিন প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আট মাস আগে প্রেমিকাকে খুন, প্রেমিকের ফ্রিজে মিলল লাশ
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
১১ ঘণ্টা আগে
ঘরে আগুন, বের হতে না পেরে প্রাণ গেল সাবেক পুলিশ সদস্যের
পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে আব্দুল হামিদ নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ স্থানীয় কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবের বাবা। তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইসিসের কারণে আব্দুল বের হতে পারেননি। পরে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়।
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালেব বলেন, ‘চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু ও আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’
২২ ঘণ্টা আগে
ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও একটি জাহাজ
ভারতের কাকিনাড়া বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে জাহাজ এমভি এসডিআর ইউনিভার্স। অন্তর্বর্তী সরকারের আমলে এটি ভারত থেকে আসা চালের দ্বিতীয় চালান।
রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি কর্ণফুলী চ্যানেল হয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ফারুক জানান, গত ৮ জানুয়ারি জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে রওনা দেয়।
এর আগে ২৬ ডিসেম্বর ভারত থেকে চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল জাহাজ এমভি তানাইস ড্রিম।
জাহাজ পরিবহনের সঙ্গে যুক্ত স্থানীয় এজেন্ট ‘সেভেন সিস শিপিং লাইন’-এর কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় ভারত থেকে প্রথম পর্যায়ে ১ লাখ টন চাল আমদানি করা হবে।
২২ ঘণ্টা আগে
মুন্সীগঞ্জে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে গজারিয়ার নয়াচর চক-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে ওদুদ বেপারী (৩৬), চরঝাপটা ইউনিয়নের রমজানবেগ গ্রামের বাচ্চু সরকারের ছেলে বাবুল সরকার (৪৮), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাকিব (২৬) ও একই এলাকার নাঈম (২৪)।
নিহতদের স্বজনরা জানান, চাঁদপুর উত্তর উপজেলা থেকে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ট্রলারে চড়ে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ার দিকে যাচ্ছিলেন হতাহতরা। এই সময় বিপরীত দিক থেকে একটি স্পিডবোট আসছিল। নৌযান দুটিতে সব মিলিয়ে ১০/১১ জন আরোহী ছিল। রাতে ঘন কুয়াশার কারণে স্পিডবোটটি দিক ভুলে ট্রলারে ধাক্কা দিলে ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: মেঘনায় অভিযানের সময় মৎস্য কর্মকর্তার ওপর দৃর্বৃত্তের হামলা
ঘটনার পর তিনজনের লাশ উদ্ধার হলেও নাঈম (২৪) নামে একজন নিখোঁজ হয়। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ। পরবর্তীতে শনিবার দুপুর ২টার দিকে নিখোঁজ নাঈমের লাশ উদ্ধার হয়।
নিহত নাঈম স্পিডবোটের চালক ছিলেন।
উদ্ধার ইউনিট প্রত্যয়ের নারায়ণগঞ্জের কমান্ডার ও বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. ওবায়দুল করিম খান বলেন, ‘শুক্রবার রাতে আমরা শুনেছিলাম বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। তবে ঘটনাস্থলে স্পিডবোটের সঙ্গে একটি ইঞ্জিনচালিত ট্রলারের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত হই। দুর্ঘটনায় ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোটটি ক্ষতিগ্রস্ত হয়।’
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি যারা মারা গেছে তারা সবাই ট্রলারের যাত্রী ছিলেন। এ ঘটনায় নিখোঁজ একজনের লাশ শনিবার দুপুর ২টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে ঝোপ থেকে উদ্ধার করি আমরা।’
নিহত ওদুদ বেপারীর স্ত্রী ফেরদৌসী জানান, মতলব উত্তর উপজেলার একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘন কুয়াশার কারণে নদীতে একটি ট্রলারের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত চারজন নিহত হয়েছেন। তদন্ত চলছে, বিস্তারিত পরে বলতে পারব।’
২ দিন আগে
চট্টগ্রামে ইপিজেডে কারখানা শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানায় শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে।
দুপুর ১২টার দিকে আহত ১৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, নতুন কাঠামো অনুযায়ী বেতন না পাওয়ার অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। শনিবার সকালে দুটি কারখানার শ্রমিকরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন ও ব্যাপক ভাঙচুর করেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর টিম ও ইপিজেড থানা পুলিশ। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।
সাংবাদিকদের তিনি বলেন, ইপিজেডের অভ্যন্তরে দুটি কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ‘আন্দোলনের সময় কারখানার মূল গেট খোলা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এরপর সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকেন তারা।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত আছে। বিস্তারিত পরে জানানো হবে।’
২ দিন আগে
রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী নগরীর একটি ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
২ দিন আগে