বিনোদন
এবার বিয়ের খবর দিলেন পড়শী
এবার বিয়ের খবর দিলেন সঙ্গীত তারকা ও অভিনেত্রী সাবরিনা এহসান পড়শী। রবিবার (১২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ‘ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।’
‘আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে,’ যোগ করেন তিনি।
পড়শী বলেন, ‘গত বছর ৪ মার্চ , ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
আরও পড়ুন: অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
‘সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন,’ যোগ করেন এই সঙ্গীত তারকা।
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। গানে তার ব্যস্ততা বেড়েছে। স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী।
১ দিন আগে
ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ পণ্ড
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’র অনুষ্ঠানে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর ফলে নির্ধারিত সময়ের আগেই পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠান ঘিরে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের বেশ কিছু হাতাহাতি ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হলো না; পারলাম না, আমি ব্যর্থ।’
৩ দিন আগে
ইউটিউবে প্রকাশিত হলো তাহসান-সিঁথির ‘একা ঘর আমার’
ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান সে কথা নির্দ্বিধায় বলা যায়। মাত্রই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও আলো ছড়ালেন তিনি। বিয়ের সুখবরের দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।
সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দুজনে মডেল হয়েও মুগ্ধতা ছড়িয়েছেন। তারই রেশ মিলল সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীতে এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে।
এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় ব্যয়বহুল গানচিত্রটি। প্রকাশের পর থেকেই সেটি দর্শক-শ্রোতা মহলে মুগ্ধতা ছড়িয়ে চলেছে।
প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, “প্রতি বছরই কাজের পরিকল্পনা করি। যদিও গত বছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম মাসেই চারটি গান করেছি। এর মধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।”
গানটি নিয়ে এই গীতিকার-সুরকার ও শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এত এত গান লেখা হয়েছে, এত ভালো ভালো গীতিকার গান লিখেছেন, এ কারণে আমি ভেবেছি প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়! এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা ও সুর করা।’
গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। প্রকাশনা অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
এ সময় সিঁথি সাহা বলেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস (দুঃখ) ততদিন থাকবে। এই গানটাও স্যাড-রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’
‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনো গান প্রযোজনা করল। তাই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।
এ বিষয়ে অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ‘৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি। তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম।’
তিনি বলেন, ‘ভিউ নয়, আমরা চাই মানসম্মত আধুনিক বাংলা গান করতে। বাকিটা নির্ভর করছে সবার সমর্থন ও সহযোগিতার ওপর। আমাদের এই নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ইউটিউবে গানটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে।
৫ দিন আগে
চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন
বাংলাদেশের প্রবীণ চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, যিনি রবিবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন, তাকে তার সহকর্মীদের পক্ষ থেকে ইসলামী রীতিতে শেষ বিদায় জানানো হয়েছে। আজ সোমবার তাকে দাফন করা হয়েছে।তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর এফডিসি মসজিদে, যেটি জোহর নামাজের পরে অনুষ্ঠিত হয়। এরপর, চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর প্রখ্যাত এই অভিনেতাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।অনেক নেটিজেন প্রশ্ন তুলেছিলেন কেন অভিনেতা প্রবীর মিত্র, যার নাম ‘মিত্র’ একটি হিন্দু নাম, তাকে ইসলামী পদ্ধতিতে দাফন করা হলো? তার পরিবার এবং একাধিক সূত্রে জানা গেছে, প্রবীর মিত্র বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নাম হয়েছিল ইমাম হাসান।অভিনেতা সুব্রত ও বাংলাদেশ ফিল্ম আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিশা সওদাগরও এই ব্যাপারটি মিডিয়ায় ব্যাখ্যা করেছেন। প্রবীর মিত্রের ছেলে সিফাত ইসলাম, মিথুন মিত্র এবং বৌমা সোনিয়া ইসলামও বলেছেন যে, এই প্রবীণ অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।অভিনেতা ইলিয়াস কাঞ্চন, প্রখ্যাত অভিনেতার নামাজে জানাযায় অংশ নিয়ে বলেন, ‘যদিও তার (মিত্র) শারীরিক অবস্থার কারণে তিনি পরে অভিনয় চালিয়ে যেতে পারেননি, তবে আমরা জানতে পেরেছি যে তিনি একজন নিবেদিত মুসলিম ছিলেন এবং ইসলামী রীতিনীতি যথাযথভাবে অনুসরণ করতেন।’একবার একটি সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজে বলেছিলেন, ‘আমি যখন আমার স্ত্রীর (আজন্তা মিত্র, যিনি ২০০০ সালে মারা যান) সঙ্গে বিয়ে করি, তখন ইসলাম গ্রহণ করি এবং যদিও আমি ইসলাম অনুসরণ করি, মানবতা সবকিছুর ওপরে।’প্রবীর মিত্র ১৮ আগস্ট ১৯৪৩ সালে চাঁদপুরের চন্দিনা গ্রামে একটি হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গোপেন্দ্র নাথ মিত্র এবং মাতা আমিয়াবালা মিত্র ছিলেন। তিনি পুরান ঢাকায় স্থায়ী বাসিন্দা ছিলেন, তবে পরবর্তীতে ঢাকার ধানমন্ডিতে চলে আসেন।ছোটবেলা থেকেই তিনি থিয়েটারে জড়িত ছিলেন এবং বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’ অভিনয় করে জনপ্রিয়তা পান। ১৯৬৯ সালে ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ারের সূচনা করেন এবং দীর্ঘ সময় ধরে চরিত্র অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন।তার শেষ বড় চরিত্র ছিল ‘রঙ্গিন নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে, তবে পরবর্তী সময়ে তিনি চরিত্র অভিনেতা হিসেবে অভিনয় করতে থাকেন এবং দর্শকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন।চার দশকের বেশি সময় ধরে প্রায় ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র। ‘তিতাশ এক্টি নদীর নাম’, ‘ফরিয়াদ’, ‘জয় পরাজয়’, ‘বড়ো ভালো লোক ছিলো’, ‘জীবন তৃষ্ণা’, ‘রক্ত শপথ’, ‘আঙ্গার’, ‘চরিত্রহীন’, ‘মধুমিতা’ এবং ‘ফকির মজনু শাহ’ তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে।‘বড়ো ভালো লোক ছিলো’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সহকারী অভিনেতা হিসেবে পুরস্কৃত হন। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।অভিনয়ের পাশাপাশি, প্রবীর মিত্র এক সময় ক্রীড়াঙ্গনেও সক্রিয় ছিলেন। তিনি ৬০-এর দশকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট, ফায়ার সার্ভিসের জন্য প্রথম বিভাগ হকি এবং দ্বিতীয় বিভাগ ফুটবল খেলেছেন।
১ সপ্তাহ আগে
এবার বাসভবনে নিরাপত্তা বাড়াচ্ছেন সালমান খান
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মী বলিউড সুপারস্টার সালমানের বাসভবন গ্যালাক্সির বাইরে নতুন করে সিসিটিভি ক্যামেরা সংযোগ দিচ্ছেন। এর পাশাপাশি আনা হচ্ছে ভবনটির অবকাঠামোগত কিছু পরিবর্তন। বিশেষ করে আরও জোরদার করা হচ্ছে জানালার কাঁচ এবং বারান্দার কাঠামো।
গত বছর এপ্রিলে গ্যালাক্সির বাইরে লরেন্স বিষ্ণু গ্যাং সালমান খানকে লক্ষ্য করে গুলি চালায়। এ হামলার পর ফেসবুক পোস্টে লরেন্সের ভাই আনমল বিষ্ণু জানান, তিনিই সালমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে সুপারস্টার সালমানকে।-খবর ইন্টারনেটের
এ নিয়ে বেশ কয়েকবার জীবননাশের হুমকি পেয়েছেন সালমান। গত অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর জনসমক্ষে আসা কমিয়েছেন তিনি। তাকে যখনই কোনো অনুষ্ঠানে দেখা গেছে, সঙ্গে ভারী অস্ত্রসহ দেহরক্ষীদের বিশাল বহর ছিল।
আরও পড়ুন: '৫ কোটি রুপি না দিলে বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে': সালমান খানকে হুমকি
যদিও এত হুমকি ধামকির মধ্যেও পেশাগত জীবন থেকে দূরে সরেননি সুপারস্টার। সম্প্রতি রোহিত শেঠির সিংহাম এগেইন এবং বেবি জন সিনেমায় বিশেষ দৃশ্যের শুটিং শেষ করেছেন। এছাড়া ঈদ সামনে রেখে কাজ করছেন সিকান্দার ছবিতে।
ইতোমধ্যে সিকান্দার ছবির ট্রিজার প্রকাশ পেয়েছে। সেখানে সালমান একটি সংলাপে বলেছেন, ‘শুনেছি বহু মানুষ আমার পিছে লেগে আছে। এখন শুধু ঘুরে দাঁড়ানো বাকি।’ ভক্তরা সালমানের এই সংলাপকে বিষ্ণু গ্যাংয়ের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
১ সপ্তাহ আগে
কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই
রূপালী পর্দার নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।৮১ বছর বয়সী কিংবদন্তি এই অভিনেতা বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়।১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।প্রবীর ‘লালকুটি’ থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি। এটি ছিল রবীন্দ্রনাথের ‘ডাকঘর’। চরিত্র ছিল প্রহরী। এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা।১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। ১৯৮২ সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।২০১৯ সাল পর্যন্ত, তিনি প্রায় ৪ যুগ ধরে ৪০০ টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন।
১ সপ্তাহ আগে
ষাটে পা রাখতে যাচ্ছেন বলিউডের তিন খান, কী থাকছে চমক?
শাহরুখ, আমির, সালমান; বলিউড মানেই তিন খানের রাজত্ব। নব্বইয়ের দশক থেকে ভক্তদের মনের মণিকোঠায় ঘুরে ফিরে উঠে এসেছে এই তিনজনেরই নাম। শুধু ভারতে না, ভারতের বাইরেও তিন খানের জনপ্রিয়তা আকাশচুম্বী।
১৯৮৮ সালে বলিউডে বীরদর্পে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল আমির আর সালমান। তখন শাহরুখের নাম পর্যন্ত মানুষ জানে না। এর চার বছর পর দিওয়ানা ছবি দিয়ে বলিউডে অভিষেক শাহরুখের। হিট, সুপারহিট, ব্লকবাস্টার ছবির কথা না হয় নাই-বা তুললাম, তিন খানের এমন অনেক ফ্লপ ছবিও আজ পর্যন্ত দর্শকদের মনে দাগ কাটে।
নব্বইয়ের দশকে যারা খানদের সিনেমা ভক্ত, তাদের অনেকেরই বয়স ত্রিশোর্ধ্ব। বয়স কম হয়নি তিন সুপারস্টারেরও। ২০২৫ সালে এসে তিনজনেরই বয়স হবে ৬০ বছর।
কিন্তু বলিউড বাদশাহ শাহরুখের অ্যাকশন, ভাইজান সালমানের ফাইটিং আর পারফেকশনিস্ট আমিরের কাজ দেখে আর কার সাধ্য আছে তিন জনের সামনে বয়সের দাঁড়িপাল্লাকে বাধা হিসেবে দাঁড় করানোর।
করোনা পরবর্তী সময়ে বলিউড সিনেমায় যখন রীতিমতো ধস নেমেছিল, ত্রাণকর্তা হয়েছিলেন শাহরুখ নিজেই। শাহরুখের ব্লকবাস্টার পাঠান রীতিমতো ঝড় তুলেছিল সিনেমা পাড়ায়। এরপর জাওয়ান সিনেমার ধুন্ধুমার অ্যাকশন দিয়ে শাহরুখ প্রমাণ করেছেন- বয়স কেবল নিছক একটি সংখ্যা।
ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সালমানের সিকান্দার সিনেমার জন্য। যদিও বিগ বস হোস্ট করে ভক্তদের মাতিয়ে রেখেছেন তিনি। এদিকে আমির লাল সিং চাড্ডা সিনেমার পর নিজেকে কিছুটা গুটিয়ে নিলেও আবার ফিরে আসছেন নতুন বছরে।
বলিউডের দুনিয়ায় যেখানে অনেক তারকা এসেছেন, আবার কালের গহ্বরে হারিয়ে গেছেন, সেখানে এই তিন জনের সমানতালে টিকে থাকা, বিশাল ফ্যানবেজ ধরে রাখা আর নিরবধি কাজের প্রতি কমিটমেন্টই প্রমাণ করে- সিনেমা শেষ হতে ঢের দেরি!
তিন খানের মধ্যে সালমান-শাহরুখ এবং আমির-সালমান স্ক্রিন শেয়ার করলেও তিনজনে একসঙ্গে দেখা যায়নি পর্দায়; আর এটি কম না পোড়ায় ভক্তদের। অমিতাভ বচ্চন, দিলিপ কুমার, রাজেশ খান্না কিংবা ধর্মেন্দর মতো একসময়ের সুপারস্টাররা ৬০ বছরে পা রাখার আগেই জ্বলজ্বলে তারকার তকমা হারিয়ে হয়েছিলেন দূরবর্তী নক্ষত্র।
অথচ এই তিন খানের বেলায় ভক্তদের এখনো প্রত্যাশা আগামীতেও এদেরকে লিডিং রোলে দেখা। আর ফুলস্টপ যদি দিতেই হয় তাহলে যেন তিনজন এক পর্দায় এক সিনেমায় দেখা দিয়ে যায় অন্তত।
২০২৫ সালে ভক্তরা অপেক্ষা করছেন তিন খানের নতুন সিনেমার জন্য। যদিও এ বছর শাহরুখের নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ২০২৬ সালে বলিউড বাদশাহ কিং সিনেমা নিয়ে হাজির হবেন ভক্তদের সামনে। এই সিনেমা দর্শকদের কাছে বাড়তি আবেদন সৃষ্টি করবে, তা আর বলতে। কারণ এবারই প্রথম শাহরুখের সঙ্গে পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানাকেও।
নতুন বছরে ঈদকে সামনে রেখে মুক্তি পাবে সালমানের অ্যাকশন ধাচের সিনেমা সিকান্দার আর খরা কাটিয়ে বছরে মধ্যভাগে আসবে আমির খানের সিতারে জমিন পার। আর বয়স যতই হোক বলিউডের তিন খানের রাজত্ব শেষ হতে এখনো অনেক বাকি, তা ফ্যানদের ক্রেজ দেখে সহজেই অনুমান করা যায়।
১ সপ্তাহ আগে
অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
শুক্রবার বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের বিয়ের গুঞ্জন চলে জোরেশোরে। অবেশেষে আজ (রবিবার) নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।
এর আগে, বিয়ের গুঞ্জন নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
তবে শনিবার সন্ধ্যায় ফেসবুকে দুজনের একটি ছবি শেয়ার করলেও বিস্তারিত আর কিছু জানানতি তিনি। পরে আজ একটি সংবাদমাধ্যমকে রোজা আহমেদের সঙ্গে নিজের বিয়ের কথা নিশ্চিত করেছেন তাহসান।
তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
আরও পড়ুন: সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
এদিকে, রবিবার (৫ জানুয়ারি) স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রোজা আহমেদ যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে।
ছবিগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
১ সপ্তাহ আগে
সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
গতরাত থেকেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব। অনেক গণমাধ্যমেও বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের খবর প্রকাশিত হয়েছে।
তাহসান-রোজার বিয়ের খবর ভাইরাল হওয়ার পর থেকে এই যুগলকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিনোদন অঙ্গনের শিল্পীদের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।
তবে গণমাধ্যমে তাহসান বলেছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি।
এ বিষয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
১ সপ্তাহ আগে
সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
বছর শুরু হতেই নতুন খবরে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। এরইমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। যদিও তাহসান বলছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষেই তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন।পরে নিউ ইয়র্কের কুইনসে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠান দিয়েছেন। গেল এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত।পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তিনি উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।দেশের বিনোদন শিল্পজগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত-ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান তিনি। পাশাপাশি বড় ও ছোট পর্দায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
১ সপ্তাহ আগে