ল্যাটিন-আমেরিকা
হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় পুলিশ-সাংবাদিকসহ নিহত ৩
হাইতির সবচেয়ে বড় সরকারি হাসপাতালে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে সাংবাদিক, পুলিশ রয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির সবচেয়ে বড় হাসপাতালটি পুনরায় চালু করার ঘোষণা দিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সশস্ত্র ব্যক্তিরা গুলি চালালে সাংবাদিক, পুলিশ ও চিকিৎসাকর্মীদের অন্তত তিনজন নিহত হয়েছেন।
রাজধানী পোর্ট-অ-প্রিন্সের জেনারেল হাসপাতালে মঙ্গলবারের ওই হামলায় আরও অনেকে আহত হয়েছেন।
আরও পড়ুন: গ্যাসবাহী ট্যাঙ্কারে ট্রাকের ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ড, রাজস্থানে নিহত ৯
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এই ঘটনার এক প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায় ভবনের ভেতরে বেশ কয়েকজনকে আহত বা মৃত অবস্থায় পড়ে আছে।
শহরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র গ্যাং দলের দখল ও ধ্বংস হওয়ার পরে জুলাইতে হাইতির সরকার অঞ্চলটি পুনরুদ্ধার করেছিল।
অস্ত্রধারীরা এমন সময় গুলি চালিয়েছিল যখন সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রী লর্থ ব্লেমার আগমনের জন্য অপেক্ষা করছিলেন।
খবরে বলা হয়, দুই সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সহিংসতার প্রত্যক্ষদর্শী ফটো সাংবাদিক দিউগো আন্দ্রে হাইতিয়ান টাইমসকে বলেন, ‘এটি একটি ভয়ানক সিনেমার মতো দৃশ্য ছিল এটি।’
তিনি বলেন, ‘বেশ কয়েকজন আহত সাংবাদিকের রক্ত আমার পোশাকে লেগে আছে।’
জানা গেছে, ভিভ আনসানাম গ্যাংয়ের সদস্যরাই এই হামলা চালিয়েছে।
এক ভিডিও বিবৃতিতে হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার বলেন, 'আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, বিশেষ করে হাইতি ন্যাশনাল পুলিশ এবং সকল সাংবাদিক সংগঠনের প্রতি।’
তিনি বলেন, ‘আমরা তাদের গ্যারান্টি দিচ্ছি যে এই কাজটির জন্য আমরা শাস্তির ব্যবস্থা না নিয়ে বসে থাকব না।’
এপ্রিলে একটি নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা এবং ছয় মাস আগে কেনিয়ার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা সত্ত্বেও হাইতির জনগণ অসহনীয় মাত্রার দলবদ্ধ অস্ত্রধারীদের দ্বার হামলার শিকার হচ্ছেন।
২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যার পর থেকে হাইতিতে গ্যাং সহিংসতা চলছে।
পোর্ট-অ-প্রিন্সের আনুমানিক ৮৫ শতাংশ এখনও গ্যাংদের নিয়ন্ত্রণে।
জাতিসংঘ বলছে, শুধু এ বছরই হাইতিতে সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় উৎসবে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৫
২ সপ্তাহ আগে
ইকুয়েডরে সশস্ত্র হামলায় নিহত ৯
ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে দুটি সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ ১৭ থেকে ২৫ বছর বয়সী ছয়জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি লাশ বাঁধা অবস্থায় ছিল এবং সেগুলোতে গুলির ক্ষত দেখা গেছে। পুলিশ লাশগুলো বন্দর নগরী মানাবির মানতার একটি ফরেনসিক সেন্টারে নিয়ে গেছে।
অন্যদিকে, বুধবার রাতে মানাবির সুক্রে ক্যান্টনের বাহিয়া দে কারাকুয়েজ শহরে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাদক পাচারের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল মানাবিতে ২০২৪ সালে সহিংসতা বেড়েছে।
সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্মূল করতে পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।
প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া এ বছরের জানুয়ারিতে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত ২২টি অপরাধী চক্রের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ ঘোষণা করেন।
১ মাস আগে
মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলে রাস্তার পাশে একটি খাবারের দোকানের সামনে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
কার্টেল (মাদকের সঙ্গে জড়িত অপরাধী) অধ্যুষিত গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটররা জানান, শনিবার রাতে আপাসিও এল গ্রান্দে শহরে গুলি করে হত্যার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেক্সিকোয় পরিত্যক্ত পিকআপ থেকে ১১ লাশ উদ্ধার
দোকানটির বাইরে আটজন মানুষ নিহত হন। সেখানে একটি ঐতিহ্যবাহী দুধের তৈরি ফাজ বিক্রি করা হচ্ছিল। আক্রমণে আরও একজন পুরুষ এবং একজন নারী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে একজন প্যারামেডিকও রয়েছেন।
রাষ্ট্রীয় অ্যাম্বুলেন্স ও প্যারামেডিক এজেন্সি জানায়, শনিবার রাতে একজন জরুরি মেডিকেল টেকনিশিয়ান মারা গেছেন। তবে তিনি হামলায় নিহতদের একজন কি না তা নিশ্চিত করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, স্টলের বাইরে পার্ক করা মোটরসাইকেল এবং মাথার ক্ষত নিয়ে কয়েকজনের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আপাসিও এল গ্রান্দে শহর এবং এর সিস্টার কমিউনিটি আপাসিও এল আল্টোতে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতপূর্ণ মাদক কার্টেলগুলোর সঙ্গে এসব ঘটনা সম্পর্কিত। অন্তত ২০১৮ সাল থেকে ওই এলাকার বার, ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক বন্দুক হামলা হয়েছে।
শিল্প ও কৃষি কেন্দ্র গুয়ানাজুয়াতোয় কয়েক বছর ধরে মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। জালিসকো কার্টেল এবং স্থানীয় সান্তা রোসা ডি লিমা গ্যাং রাজ্যে কয়েক বছর ধরে লড়াই করছে।
আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
১ মাস আগে
ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী প্রচার কমিটি গঠন
ফ্যাসিবাদ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ-বিরোধী মূল্যবোধ রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ করতে আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী প্রচার কমিটি গঠন করেছে ভেনিজুয়েলা সরকার।
বুধবার (২৭ নভেম্বর) ও বৃহস্পতিবার দু্ই দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রস্তাবিত উদ্যোগে এই মূল্যবোধের প্রতি বিশ্বের সব মানুষকে একত্রিত করার আহ্বান জানানো হয়েছে। ফ্যাসিবাদকে পরাজিত করার লক্ষ্যের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিচালিত করাই এর উদ্দেশ্য।
পশ্চিমা দেশগুলোসহ সারা বিশ্বেই ফ্যাসিবাদের ক্রমবর্ধমান হুমকির মুখে ফ্যাসিবাদ ও উপনিবেশবাদ-বিরোধী প্রচার জরুরি বলে মন্তব্য করেন গিল।
অনুষ্ঠানে ৭৫টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন।
১ মাস আগে
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ১৭
ব্রাজিলের পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।
রবিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
অগ্নিনির্বাপন বিভাগের মতে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়াও দোস পালমারেস পৌরসভার পর্বতাঞ্চলের একটি খাদে পড়ে যায়।
রাজ্য সরকার নিহতদের পরিবারের প্রতি পূর্ণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তিন দিনের শোক ঘোষণা করেছে।
দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালানো হচ্ছে।
১ মাস আগে
‘সারা’র প্রভাবে হন্ডুরাসের উত্তর উপকূলে বন্যা ও ভূমিধসের সতর্কতা
বৃহস্পতিবার রাতে হন্ডুরাসের উত্তরাঞ্চলে প্রভাব শুরুর পর শনিবার আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সারা। ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
এদিকে মায়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, রবিবারের মধ্যে ওই এলাকায় প্রাণঘাতী আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিতে পারে।
ঝড়ের প্রভাবে সান পেদ্রো সুলা শহরে টানা বৃষ্টিপাত হচ্ছে।
বৃহস্পতিবার রাতে হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাবো গ্রাসিয়াস আ দিওস থেকে ১৬৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমের স্থলভাগে আঘাত হানে সারা। এখন বে দ্বীপের কাছ দিয়ে অগ্রসর হয়ে সেটি বেলিজের দিকে ধাবিত হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হারিকেন সেন্টার।
এরপরে ঝড়টি উত্তর-পশ্চিমে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের দিকে ঘুরবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: হন্ডুরাসে আঘাত হেনেছে ‘সারা’, মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, রবিবার হন্ডুরাস উপকূলের পর্যটন কেন্দ্র রোয়াতানের ওপর দিয়ে বয়ে যাবে সারা। এরপর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বেলিজ ও ইউকাটান উপদ্বীপের দিকে অগ্রসর হবে।
তবে আগেই হন্ডুরাস উপকূলে আঘাত হানায় দেশের নাগরিকদের সতর্ক করে মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে, এর প্রভাবে ইউকাতান উপদ্বীপে প্রবল বর্ষণ হতে পারে।
১ মাস আগে
হন্ডুরাসে আঘাত হেনেছে ‘সারা’, মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
বৃহস্পতিবার রাতে হন্ডুরাসের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সারা। এর প্রভাবে মধ্য আমেরিকার দেশগুলো ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মায়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাবো গ্রাসিয়াস আ দিওস থেকে ১৬৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমের স্থলভাগে আঘাত হানে সারা। ব্রুস লেগুনার কাছের ওই অঞ্চলটিতে প্রায় ১৩ হাজার লোকের বসবাস। এছাড়া আশপাশের আরও কয়েকটি জনপদে ঝড়ের প্রভাব পড়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, রবিবার হন্ডুরাস উপকূলের পর্যটন কেন্দ্র রোয়াতানের ওপর দিয়ে বয়ে যাবে সারা। এরপর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বেলিজ ও ইউকাটান উপদ্বীপের দিকে অগ্রসর হবে।
তবে আগেই হন্ডুরাস উপকূলে আঘাত হানায় দেশের নাগরিকদের সতর্ক করে মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে, এর প্রভাবে ইউকাতান উপদ্বীপে প্রবল বর্ষণ হতে পারে।
ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ মাস আগে
ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ১৫
ইকুয়েডরের বৃহত্তম কারাগারে বন্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। সংঘর্ষে আরও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের জাতীয় কারা প্রশাসন সংস্থা এসএনএআই।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার ভোরে ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াকিলের লিটোরাল পেনিটেনশিয়ারির একটি শাখায় সহিংসতা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বড় আকারের তল্লাশি অভিযান শুরু করতে পদক্ষেপ নিয়েছে দেশটির পুলিশ ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা ব্লক।
লিটোরাল পেনিটেনশিয়ারিতে সংগঠিত অপরাধ ও মাদক পাচারকারী গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রায়ই সংঘর্ষ বাঁধে।
দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এ ধরনের সহিংসতায় চার শতাধিক বন্দি নিহত হয়েছে।
১ মাস আগে
মেক্সিকোয় পরিত্যক্ত পিকআপ থেকে ১১ লাশ উদ্ধার
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গেরেরো রাজ্যের রাজধানী চিলপানসিঙ্গোর একটি সড়কে পড়ে থাকা একটি পিকআপের ভেতর থেকে দুই ১১টি লাশ উদ্ধার করা হয়েছে।
রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ শহরের পারাদোর দেল মার্কেস এলাকায় ৯ পুরুষ ও দুই নারীর লাশ উদ্ধার করে।
হতাহতদের শনাক্ত করতে একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে ঘটনাটির তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা ১৭ জন ব্যবসায়ীদের একটি দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে যারা দুই সপ্তাহ আগে নিখোঁজ হন। তারা এল এপাজোতে সম্প্রদায়ের মধ্যে গৃহস্থালি পণ্য বিক্রি করতেন।
নিখোঁজদের সন্ধানে বিশেষ বাহিনীসহ সেনা মোতায়েনের ঘোষণা দেয় রাজ্য প্রশাসন। ‘লস আরদিলোস’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদের অপহরণ করেছে বলে প্রশাসনের ধারণা।
গেরেরোর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী দলগুলোর একটি এই লস আরদিলোস। চিলপানসিঙ্গোসহ রাজ্যটির কেন্দ্রীয় অংশ নিয়ন্ত্রণ করে তারা।
২ মাস আগে
নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মার্কিন নারীর মৃত্যু
দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে পড়ে মারা গেছেন মার্কিন এক নারী।
সোমবার রাতে নয় বছর ও পাঁচ মাস বয়সি দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দেন মার্কিন নাগরিক চিয়ান্তি মিনস (৩৩)।
লুনা আইল্যান্ডে ২০০ ফুট উঁচু এক জনপ্রিয় দর্শনীয় এলাকায় থাকা সুরক্ষা লাইনের ওপর উঠে সেখান থেকে ঝাঁপ দেন তিনি।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে চিয়ান্তি ইচ্ছাকৃতভাবে জলপ্রপাতে ঝাঁপিয়ে পড়েছেন।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানায়, ‘এই ঘটনাটি ইচ্ছাকৃত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ ও নিউ ইয়র্ক স্টেট পার্ক পুলিশ মা ও দুই সন্তানকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও তাদের খোঁজ মেলেনি।
তবে এ ঘটনায় জনসাধারণের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই বলেও নিশ্চিত করেছে পুলিশ।
দুই সন্তানের মা চিয়ান্তি নায়াগ্রা জলপ্রপাত এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাফেলোর একটি স্থানীয় স্কুল থেকে স্নাতক পাসের পর পারিবারিক সহিংসতা পরামর্শক হিসেবে কাজ করতেন।
এ সংবাদ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করে তার বন্ধুবান্ধব ও পরিবার।
কায়শনা মরগ্যান ফেসবুকে লিখেছেন, আমার মন ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। কোনোভাবেই কান্না থামাতে পারছি না। একটুও ঘুমাতে পারিনি।
তিনি আরও লেখেন, মানসিক স্বাস্থ্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়।
পাল মিচ মলিনা লেখেন, আমি স্মৃতিচারণ করতে বা তাকে নিয়ে লিখতে নিজেকে প্রস্তুত করতে পারছি না। আমি কেমন অনুভব করছি তা সামলাতে পারছি। আমার দম বন্ধ হয়ে আসছে। তবে জেনে রাখুন, আমি ও আমার সন্তানরা তাকে ও তার সন্তানদের ভালোবাসি।
নিইশা ইউকেয়া নামের আরেকজন লিখেছেন, ‘আপনি জানতেও পারবেন না আপনারই আশেপাশের কেউ কীসের মধ্য দিয়ে যাচ্ছে।’
২ মাস আগে