চট্টগ্রাম
ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও একটি জাহাজ
ভারতের কাকিনাড়া বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে জাহাজ এমভি এসডিআর ইউনিভার্স। অন্তর্বর্তী সরকারের আমলে এটি ভারত থেকে আসা চালের দ্বিতীয় চালান।
রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি কর্ণফুলী চ্যানেল হয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ফারুক জানান, গত ৮ জানুয়ারি জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে রওনা দেয়।
এর আগে ২৬ ডিসেম্বর ভারত থেকে চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল জাহাজ এমভি তানাইস ড্রিম।
জাহাজ পরিবহনের সঙ্গে যুক্ত স্থানীয় এজেন্ট ‘সেভেন সিস শিপিং লাইন’-এর কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় ভারত থেকে প্রথম পর্যায়ে ১ লাখ টন চাল আমদানি করা হবে।
২২ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইপিজেডে কারখানা শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানায় শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে।
দুপুর ১২টার দিকে আহত ১৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, নতুন কাঠামো অনুযায়ী বেতন না পাওয়ার অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। শনিবার সকালে দুটি কারখানার শ্রমিকরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন ও ব্যাপক ভাঙচুর করেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর টিম ও ইপিজেড থানা পুলিশ। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।
সাংবাদিকদের তিনি বলেন, ইপিজেডের অভ্যন্তরে দুটি কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ‘আন্দোলনের সময় কারখানার মূল গেট খোলা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এরপর সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকেন তারা।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত আছে। বিস্তারিত পরে জানানো হবে।’
২ দিন আগে
বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আটক
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিডং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী, শিশু ও বৃদ্ধসহ ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে আলীকদম ব্যাটালিয়ন এ অভিযান চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন বাংলাদেশির সহায়তায় রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে দলটিকে আটক করে।
একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এছাড়া অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আলীকদম থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২
এদিকে, অবৈধ সীমান্ত অতিক্রম ঠেকাতে কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জাহিদ উদ্দিন আটককৃতদের সম্পর্কে তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখনো কোনো মামলা হয়নি বলে জানান। ‘মামলা দায়েরের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’ বলেও জানান তিনি।
মিয়ানমারে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে এই সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই সময়ে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ তীব্র হয়ে উঠেছে। এর ফলে অনেক রোহিঙ্গা নিরাপত্তার খোঁজে এই অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বাংলাদেশ কর্তৃপক্ষ সীমান্ত নজরদারি, শরণার্থীদের আগমন ঠেকাতে এবং নিরাপত্তা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের জীবন রক্ষায় অগ্রাধিকার দিতে হবে: ইউএনএইচসিআর
২ দিন আগে
কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজারের ঝাউবাগানে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঝাউবাগানের ভেতরে কাঠের সেতুর পাশে হাঁটার সময় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানি টিপু খুলনার দৌলতপুরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গোলাম রব্বানি সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক (টমটম) চালক আবদুস সালাম জানান, তিনি সিগাল হোটেলের দিকে ছিলেন। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে বালুতে পড়ে আছেন। দ্রুত তিনি তাকে নিজের টমটমে তুলে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গোলাম রব্বানি হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। সৈকতের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৩ দিন আগে
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথি উদ্ধার, যুবক আটক
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া বিভিন্ন মামলার নথি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে এক যুবককে।
আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাথরঘাটার একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার কারা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘চুরি যাওয়া নথিগুলো একটি ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়।’
তিনি বলেন, ‘আদালতের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজনকে আটক করে। আটক যুবক আদালত চত্বরে চা বিক্রি করতেন।’
আরও পড়ুন: চট্টগ্রাম আদালতের ১,৯১১ মামলার নথি গায়েব
সম্প্রতি চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা ৩০টি আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি (কেস ডকেট বা সিডি) চুরি হয়।
আদালতের অবকাশকালীন সময়ের মধ্যে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করা হয়।
৪ দিন আগে
চট্টগ্রামে ওসিকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিনকে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম শহীদকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।
স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তাকে দলটির প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কারের কথা জানানো হয়েছে।
শহীদ নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
অপরদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিত চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেক ওসি ছিলেন নিজামুদ্দিন।
সোমবার চট্টগ্রাম পাসপোর্ট অফিসের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন ওসি নিজামুদ্দিন।
এ সময় ফেসবুক লাইভে এসে দলের নেতাকর্মীদের উদ্দেশে শহীদ বলেন, ‘সবাই পাঁচলাইশ থানার সামনে আসেন। ওসি নিজামকে ধরছি।’
এই খবরে পাঁচলাইশ থানার সামনে জড়ো হন শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপর তারা ওসি নিজামুদ্দিনকে শারীরিকভাবে নাজেহাল করেন। একপর্যায়ে তার কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা।
পরে খবর পেয়ে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।
সে সময় তার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতারা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করেন। এছাড়া ওসি থাকা অবস্থায় তার বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।
মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ ইউএনবিকে বলেন, কেউ অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। আইনের মাধ্যমে তার বিচার হবে। কিন্তু একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে নাজেহাল করার ঘটনা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫ দিন আগে
খাগড়াছড়িতে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে এসব সিগারেট জব্দ করে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
অবৈধ পথে আসা ৬ হাজার ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।
সার্জেন্ট মো. হাসানের নেতৃত্বে টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিদেশি এসব সিগারেট জব্দ করে। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিলেটে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
৬ দিন আগে
চট্টগ্রামে জনরোষে ওসি নিজামুদ্দিন
চট্টগ্রাম পাসপোর্ট অফিসের সামনে জনতার রোষানলে পড়েছেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে তাকে শারীরিকভাবে নাজেহাল করে জনতা।
পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিত চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেক ওসি ছিলেন নিজামুদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে ওসি নিজামুদ্দিনকে জামার কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে জনতারা।
পরে খবর পেয়ে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় তার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতারা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করেন। এছাড়া ওসি থাকা অবস্থায় তার বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন জনতারা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘নিজামুদ্দিনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: গাংনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার
জানা গেছে ওসি নিজামুদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন
বর্তমানে তিনি সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করছেন।
৬ দিন আগে
কসবা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকেরা হলেন- রাজু ও সোহাগ।
রবিবার (৫ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিরা শনিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চোরাচালানের পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করেন তারা।
চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
১ সপ্তাহ আগে
শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের’ আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে।
তিনি বলেন, ‘শিক্ষকতাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণির একটা পেশা হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয়। যাতে করে,- যারা বাংলাদেশের সর্বোত্তম মেধাবী তারা যেন এ পেশায় আসায় উৎসাহিত হয়। শিক্ষকতা এমন একটি পেশা, যারা শিক্ষার্থীদের তৈরি করেন।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি০ শতবর্ষী দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজ করা হয়।
আরও পড়ুন: এই দেশে আর কোনোদিন ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, সাবেক শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মিতা বেগম, আজিজুর রহমান, মো. মোশাররফ হোসেন, মো. আতিকুর রহমান, সাবেক শিক্ষার্থী অধ্যাপক মো. জাকির হোসেন, বিশিষ্ট সাহিত্যিক মো. সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সাগর, মো. তমিজ উদ্দিন, ডা. মো. আল আমিন, বর্তমান শিক্ষার্থী তাছিম তৌকি আরিফ, তাবাচ্ছুম মিনহা প্রমুখ।
বিদায়ী দুই শিক্ষক তাদের ৩৩ বছরের শিক্ষাকতা জীবনের স্মৃতিচারণ এবং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষার্জনের তাগিদসহ মোবাইল আসক্ত, মাদক, ইভটিজিং বর্জনসহ নানা উপদেশমুলক বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত একটি গাড়িতে প্রিয় বিদায়ী ২ শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুন: জুলাই বিপ্লবের ঘোষণার মাধ্যমে ১৯৭২’র সংবিধানের কবর হবে: হাসনাত
১ সপ্তাহ আগে