সারাদেশ
ধলেশ্বরীতে জাহাজ ছিনতাইয়ে মামলা: ৩ দিনেও উদ্ধার হয়নি লুটের ফার্নেস অয়েল
মুন্সীঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে র্ফানেস ওয়েল ভর্তি ওটি বিন জামান-১ ছিনতাই করে ৩ কোটি টাকা মূল্যের ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করার ঘটনায় মামলা হয়েছে। কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি লুট করা তেল।
শুক্রবার(১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চর মুক্তারপুরের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ডাকাতির অপরাধে ৩৯৫/৩৯৭ ধারায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার তিন দিনেও ফার্নেস অয়েল উদ্ধার কিংবা ডাকাতদের শনাক্ত করা যায়নি।
মামলার বাদী হয়েছেন জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিসার শিপিং লাইন্সের অপারেশন ম্যানেজার ফজলে খোদা। এতে ৭-৮ জন অজ্ঞাত ডাকাতকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, জাহাজটি ৩৬০ দশমিক ০৩৬ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে রওনা হয়ে শুক্রবার সাড়ে ৬টায় ডাকাতির কবলে পরে। ইঞ্চিন চালিত একটি ট্রলারে করে পেছন দিক থেকে লাফিয়ে অয়েল ট্যাংকারে উঠে চালকসহ সকলকে জিম্মি করে ফেলে। এই সময় প্রত্যেকের হাতে রাম দা ছিল বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ভারতগামী যাত্রীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
১ দিন আগে
বিজিবির বাধা উপেক্ষা করে লালমনিরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কোনো চুক্তি ছাড়াই শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিকদের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ক্লাব পাড়ার ৮/৪১ পিলার এলাকায় শূন্য লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায়।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, কৃষি কাজ ছাড়া শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো দেশ বেড়া বা কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না।
খবর পেয়ে বিজিবি সদস্যরা হস্তক্ষেপ করলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। তবে এর কিছুক্ষণ পরেই বিএসএফের একটি বড় দল এসে জোরপূর্বক বেড়া নির্মাণের কাজ শুরু করে।
৫১ বিজিবির আওতাভুক্ত বিজিবির পানবাড়ী কোম্পানির কমান্ডার জামিল আহমেদ বলেন, টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চৌকা সীমান্তে বিজিবি-বিএসএফ উত্তেজনা
২ দিন আগে
সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরুসহ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার তাদের ৪৮ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা এবং সংগ্রাম বিওপির সদস্যরা মঙ্গলবার (৭ জানুয়ারি) এসব পণ্য জব্দ করে।
জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে, বড় সংখ্যার ভারতীয় গরু, বিপুল পরিমাণ চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি ও মদ। তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
৬ দিন আগে
দিনাজপুর মেডিকেলে সহকর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে এক চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
গত ২৬ ডিসেম্বর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক গাইনি বিভাগের সার্জন চিকিৎসক আরজু শামীমা রহমানকে এক রোগীর স্বামী ও স্বজনদের হাতে লাঞ্ছনার শিকার হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নামেন মেডিকেল কলেজসহ সহকর্মী চিকিৎসকরা।
আরও পড়ুন: সাংবাদিক লাঞ্ছনা: মোস্তাফিজুরের মনোনয়ন বাতিল দাবি বিএফইউজে-সিইউজের
কর্মসূচিতে বক্তব্য দেন, গাইনি চিকিৎসক অধ্যাপক ইসরাত শারমিন, গাইনি চিকিৎসক অধ্যাপক জাহান আরা বেগম মুন্নী, শিশু রোগ চিকিৎসক ফাতেমা ফারজানা, সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ।
আন্দোলনকারী চিকিৎসকরা জানান, গত ২৫ ডিসেম্বর অন্য চিকিৎসা কেন্দ্র থেকে রেফার্ড করা একজন রোগীনিকে ২৬ ডিসেম্বর সিজারিয়ান অপারেশেনের সিদ্ধান্ত নেন গাইনি বিভাগের সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার আরজু শামীমা রহমান।
চিকিৎসকের নির্দেশনা না মেনে সকালে কেক বিস্কুট খেয়ে নেওয়ায় জটিলতার আশঙ্কায় ওই রোগীনিকে এনেসথেসিয়া দেওয়ার মতো ফিটনেস না থাকায় রোগীনিকে তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করতে সম্মত হননি চিকিৎসক আরজু শামীমা রহমান। এসময় তাকে অপারেশন থিয়েটারের সামনে ধাক্কাধাক্কিসহ লাঞ্ছিত করেন ও রোগীনির স্বামী-স্বজনরা।
এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।
আরও পড়ুন: শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন
৬ দিন আগে
কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়াো ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে ফেরি খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর বাইগার নামে তিনটি ফেরি। চার ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্য বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী জানান, সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে চ্যানেলের বিকন বাতিসহ নৌ চ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে খান জাহান আলী নামে একটি রো রো ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। এছাড়া আরিচা ঘাটে চিত্রা, কৃষাণী ও শাহ আলী নামে তিনটি ফেরি ও কাজিরহাট ঘাটে ধানসিঁড়ি নামে অপর একটি ফেরিকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে, রাত ১টায় ঘন কুয়াশার তীব্রতায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ করে দেওয়া হয়। সেসময় মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে দুইটি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে মোট ৮টি ফেরি আটকে রাখা হয়েছে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয়ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায়। এদের মধ্যে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার, মাইক্রোবাস বলেও তিনি জানান।
আরও পড়ুন: ৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
১ সপ্তাহ আগে
ডিসেম্বরে সারা দেশে সড়কে ঝরেছে ৫৩৯ প্রাণ
বিদায়ী বছরের ডিসেম্বর মাসে সারা দেশে মোট ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৬৪ জন।
শনিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এসব দুর্ঘটনার মধ্যে ৩টি নৌ-দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন; ১৯টি রেল দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
মোট নিহতের মধ্যে ৭৯ জন নারী ও ৭৭টি শিশু রয়েছে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
এছাড়া, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২০৬ জন (৩৮.২১ শতাংশ) মোটরসাইকেল আরোহী; ১১৪ জন (২১.১৫ শতাংশ) পথচারী ছিলেন, আর ৭২ জন (১৩.৩৫ শতাংশ) ছিলেন যানবাহনের চালক ও সহকারী।
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, জাতীয় মহাসড়কে ১৯৩টি (৩৮.২৯ শতাংশ); আঞ্চলিক সড়কে ২১৪টি (৪২.৪৬ শতাংশ); গ্রামীণ সড়কে ৫৫টি (১০.৯১ শতাংশ); শহুরে সড়কে ৩৮টি (৭.৫৩ শতাংশ) এবং অন্যান্য স্থানে ৪টি (০.৭৯ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নভেম্বরে সারাদেশে সড়কে ৪৬৭ জনের প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন
এসব দুর্ঘটনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ৯৮টি (১৯.৪৪ শতাংশ); নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ২৪৭টি (৪৯ শতাংশ); পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ায় ১১৬টি (২৩ শতাংশ); যানবাহনের পেছনে ধাক্কার ঘটনা ৩৫টি (৬.৯৪ শতাংশ) এবং ৮টি (১.৫৮ শতাংশ) দুর্ঘটনা অন্যান্য কারণে ঘটেছে।
বেপরোয়া গাড়ি চালানো, মহাসড়কে ধীরগতির যানবাহন, চালকদের জন্য নির্ধারিত বেতন ও কর্মঘণ্টা না থাকা, অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সীমিত সক্ষমতা এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির প্রকোপসহ দেশের সড়কে হতাহতের সংখ্যা বেশি হওয়ার বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে সংস্থাটি।
গত নভেম্বর মাসে সারা দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত ও ৬৭২ জন আহত হয় বলে জানিয়েছিল রোডর সেফটি ফাউন্ডেশন।
১ সপ্তাহ আগে
৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। একইভাবে আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পরসকাল ৮টায় ফেরি চলাচল শুরু করে।
শনিবার(৪ জানুয়ারি) উভয় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটি ফেরি।
আরও পড়ুন: ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক
এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও কৃষাণী নামে দুইটি ফেরি।
এছাড়া পাটুরিয়াঘাটে ৬টি ও দৌলতদিয়াঘাটে ৪টি ফেরি এবং আরিচাঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই আরও তিনটি ফেরিকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পন্যবাহী ট্রাক, বাকীগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, উভয় নৌরুটে ফেরি পারাপার শুরু হওয়ায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলো আগে পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপার করা হচ্ছে। আটকে পড়া যানবাহনগুলো দ্রুত পারাপারে অতিরিক্ত তিনটি ফেরি সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দুই রুটে ফেরি চলাচল শুরু
১ সপ্তাহ আগে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার এই ভূমিকম্প হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরেরর ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ইকবাল আহমেদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫।
আরও পড়ুন: ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা
ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার উত্তর পূর্বে মিয়ানমার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। তারও আগে গত অক্টোবরে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশে।
১ সপ্তাহ আগে
বাগেরহাট জেল থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বাগেরহাট জেলা কারাগারে বন্দি ৬৪ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ওই মৎস্যজীবীদের কোস্টগার্ড ও পুলিশ আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়।
বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার জানান, বাংলাদেশের অবৈধভাবে মাছ ধরার দায়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ৪৮ জন এবং বাকিদের একই বছরের ২০ নভেম্বর গ্রেপ্তার করা হয়।
তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ ৬৪ জেলেকে মামলা থেকে অব্যাহতি দিলে ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের মুক্তির আদেশ দেন। সেই নির্দেশের পর আজ জেলা কারাগার থেকে মুক্তি পান জেলেরা।
মোংলা জোনের কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব জেলেকে মোংলার কোস্টগার্ড ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। চুক্তি অনুযায়ী আগামীকাল তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
১ সপ্তাহ আগে
পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পাবনায় মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকার ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন উত্তর শালগাড়িয়ার মুদি ব্যবসায়ী মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সদ্য শুরু হওয়া বছরের এপ্রিল মাসে এসএসসি পরীক্ষায় বসতেন ইয়াসিন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এমন সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে সংকাটপন্ন অবস্থায় রাস্তার উপর পড়েছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। অকালে সবাইকে ছেড়ে চলে গেল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে লাশ রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, বাসচালক গ্রেপ্তার
১ সপ্তাহ আগে